বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাংনীতে গোল চত্বরের দাবিতে সড়ক অবরোধ

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে গোল চত্বরের দাবিতে সড়ক অবরোধ

গোল চত্বরের দাবিতে ৩ ঘণ্টা মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে গাংনী বাজারের ব্যবসায়ীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) গাংনী বাসস্ট্যান্ডে সকাল ৯ থেকে দুপুর ১২ টা পর্যন্ত সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ীরা। ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীরা বলেন, গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদের ভবন রয়েছে, সড়ক ও জনপদ বিভাগ সড়ক নির্মাণ কাজের দায়িত্ব রয়েছে। নকশা অনুয়ায়ী জেলা পরিষদের ভবন ভেঙে গোলচত্বর করার কথা থাকলেও মূল নকশা বাদ দিয়ে সড়ক ও জনপদ বিভাগ নতুন নকশার মাধ্যমে জেলা পরিষদ ভবন বাদ দিয়ে দায়সারা গোলচত্বর সড়কের নির্মাণ কাজ করছে। ফলে গোলচত্বর থেকে বঞ্চিত হচ্ছে গাংনী এলাকাবাসী।

মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী গাংনী ইউএনও প্রীতম সাহা তাৎক্ষনিক গাংনী বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে, অবরোধকারী ব্যবসায়ীরা অবরোধে তুলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।

টিএইচ