বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

গাইবান্ধা টিটিসিতে লটারির মাধ্যমে স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা টিটিসিতে লটারির মাধ্যমে স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন

গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠার পর জেলা প্রশাসকের হস্তক্ষেপে উন্মুক্ত লটারির মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে স্বচ্ছতা ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ১৯ মার্চ ২০২৫ তারিখে দেশ-বিদেশ প্রকল্পের আওতায় পরিচালিত ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স এবং নিয়মিত ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে স্থানীয়দের অভিযোগ ছিল, কিছু নির্দিষ্ট প্রার্থীকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে সুযোগ দেয়া হচ্ছিল, যার ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে পাইওনিয়ার আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। তিনি ভর্তি পরীক্ষায় দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং পরীক্ষা বাতিল করে স্বচ্ছ পদ্ধতিতে পুনরায় ভর্তি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গাইবান্ধার জেলা প্রশাসক দ্রুত তদন্ত করে ভর্তি পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি ২৫ মার্চ ২০২৫ তারিখে উন্মুক্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার নির্দেশ দেন। ভর্তি লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি সহকারী কমিশনার রোমেন পাল।

তার তত্ত্বাবধানে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে লটারি সম্পন্ন হয়, যেখানে সকল আবেদনকারী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও ভর্তি প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতি যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গাইবান্ধা টিটিসিতে নতুনভাবে অনুষ্ঠিত এ স্বচ্ছ ভর্তি প্রক্রিয়ায় প্রকৃত মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে প্রশিক্ষণের মান উন্নত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

টিএইচ