গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
তিনি গাইবান্ধার সাঘাটা ইউএনওর কার্যালয়, সাঘাটা থানা, সাঘাটা উপজেলা ভূমি অফিস, মথরপাড়া কমিউনিটি ক্লিনিক, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ঘুড়িদহ ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন- সাঘাটা ইউএনও ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ, সাঘাটা থানা সেকেন্ড অফিসার এসআই মশিউর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে তিনি উপজেলার উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষক ভাতার চেক বিতরণ করেন।
টিএইচ