গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহূত দেশি অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৩টার দিকে দিঘিরহাট বাজারে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ব্যক্তি ডাকাতি করার জন্য সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুরের বাড়াইপাড়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী কামদিয়া থেকে কাটামোড়গামী রাস্তার দুধিয়া ব্রিজের ওপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গণেশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফারুক মিয়া (২৩), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম মিয়া (২৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জিরাই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২০), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শংকরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম ওরফে ডিউ (৪৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি গ্রামের সামু আকন্দের ছেলে সিরাজুল ইসলাম (৪৭)। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি কাঠের বাঁটসহ লোহার বেকি, একটি কালো স্কচটেপে মোড়ানো জিআই তারের লাঠি, একটি গাছের ডালের লাঠি, একটি নাইলনের রশি, একটি শ্যালো মেশিনের হ্যান্ডেল, একটি স্লাইসরেঞ্জ, একটি লোহার হুইল রেঞ্জ ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের নামে বিভিন্ন থানায় চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে।
টিএইচ