রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় এক ভুয়া পরীক্ষার্থীর জেল ও ৬ জন বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় এক ভুয়া পরীক্ষার্থীর জেল ও ৬ জন বহিষ্কার

চলতি দাখিল পরীক্ষায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালি দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসা পরীক্ষা কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নিবার্হী অফিসার (চলতি দায়িত্ব) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। 

অপরদিকে মাদ্রাসা বোর্ডের পরিদর্শন টিম নকল করার অপরাধে বিভিন্ন মাদ্রাসার ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন। 

রোববার (৭ মে) গণিত পরীক্ষা চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে। ভুয়া পরীক্ষার্থীকে সনাক্ত করে তাৎক্ষনিকভাবে কেন্দ্রে ভ্রামমাণ আদালত বসিয়ে বিচারক বদলী পরীক্ষার্থী মশিউর রহমানকে জেল ও জরিমানা প্রদান করেন। ওই পরীক্ষার্থী উপজেলার ছাত্তারিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।

কেন্দ্র সচিব হারুন আর রশিদ জানান, অসাদুপায় অবলম্বণ করার দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং একজন ভুয়া পরীক্ষর্থীকে জেল ও জরিমানা করেছেন নিবার্হী ম্যাজিস্ট্রেট।

টিএইচ