বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় গান বাজাতে নিষেধ করায় মসজিদের ইমামকে মারধরের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় গান বাজাতে নিষেধ করায় মসজিদের ইমামকে মারধরের অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজার বাজারে গান বাজাতে নিষেধ করায় শাহজালাল হোসেন নামে এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় মওলা মিয়া নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ। এ ঘটনায় সোমবার (২৫ নভেম্বর) সদর থানায় অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ইমাম শাহজালাল হোসেন।

এর আগে গত রোববার উপজেলার বানিয়ারজান বাজারের সামনের রাস্তায় ইমাম শাহজালালকে পথরোধ করে মারধর করে অভিযুক্ত মওলা মিয়া।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে গত রোববার রাতে বানিয়ারজান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় অভিযুক্ত মওলাকে গ্রেপ্তার করে সুষ্ঠ বিচারের দাবি জানান তারা।

ভুক্তভোগী মসজিদের ইমাম শাহজালাল হোসেন উপজেলার বানিয়ারজান বায়তুল হুদা জামে মসজিদে ইমামতি করেন। অভিযুক্ত ডেকোরেটর ব্যবসায়ী মওলা মিয়া বানিয়ারজান গ্রামের জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মওলা মিয়া দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা ও অশ্লীল গানবাজনা করে আসছেন। তার এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার নিষেধ করেও গানবাজনা ও মাদক বন্ধ হয়নি। এরই একপর্যায়ে মসজিদের ইমাম শাহজালাল হোসেন নিষেধ করায় তাকে মারপিট করেছে মওলা মিয়া।

গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ইমাম সাহেবকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ