গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিক্সাচালক নিহত হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধা-কুপতলা সড়কের ৭৫নং রেলগেটে। এ ঘটনায় স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, ছিনতাইকারী সাদেকুল যাত্রী বেশে গাইবান্ধা পৌরসভার সামনে থেকে কুপতলা যাওয়ার জন্য রিক্সা চালক আশরাফ আলীর রিক্সা ভাড়া করে। গাইবান্ধা থেকে কুপতলা যাওয়ার পথে ৭৫নং রেলগেটের কাছে পৌঁছলে ছিনতাইকারী সাদেকুল রিক্সা থামাতে বলে।
নির্জন এলাকায় জোর করে রিক্সা ছিনিয়ে নিতে চাইলে রিক্সা চালক আশরাফ আলী বাঁধা দিলে ছিনতাইকারী সাদেকুল আশরাফ আলীর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে।
এসময় আশরাফ আলীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে সাদেকুলকে ধরে ফেলে। গুরুতর আহত আশরাফ আলীকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশরাফ আলী খোলাহাটী ইউনিয়নের সাহার ভীটার মৃত ফয়জার রহমানের ছেলে। আটক ছিনতাইকারী কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকার হোসেন আলীর ছেলে।
টিএইচ