বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেল স্টেশন সংলগ্ন ২০০ গজ উত্তরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পদ্মরাগ একপ্রেস ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র বর্মন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

নিহত উৎপল ফুলছড়ি উপজেলার পশ্চিম ছালুয়া নয়াপাড়া গ্রামের কার্তিক চন্দ্র বর্মনের ছেলে এবং ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টার কালির বাজারের একটি সারের দোকানের কর্মচারী ছিল। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দোকানে যাওয়ার জন্য মোটরসাইকেলেযোগে বাড়ি থেকে রওনা দেন। কিন্তু তিনি দোকানে না গিয়ে সদর উপজেলার বাদিয়াখালী রেলস্টেশনের উত্তরে এসে ট্রেনের নিচে আত্মহত্যা করার জন্য অপেক্ষা করতে থাকে। 

পরে ঢাকা থেকে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনি রেল লাইনের উপর মাথা দেয়। ফলে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই মারা যান। গাইবান্ধা রেলওয়ে পুলিশের এসআই মো. ফারুক মিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।  

টিএইচ