মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
The Daily Post

গাইবান্ধায় ডিসি কার্যালয়ে অফিস সহায়ক পদে প্রক্সি দিতে এসে ২২ জন আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ডিসি কার্যালয়ে অফিস সহায়ক পদে প্রক্সি দিতে এসে ২২ জন আটক

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি) অফিস সহায়ক পদে নিয়োগ (ভাইভা) পরীক্ষায় অংশ নিতে আসা ২২ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এসব চাকরি প্রত্যাশী আটকদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। গত শনিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করেন নিয়োগ বোর্ডের সদস্যরা। 

দুপুর ২টা থেকে ২২৬ জনের মৌখিক পরীক্ষা শুরু হয়। শেষ পর্যন্ত ৩৬ জন চাকরি প্রত্যাশী মৌখিক পরীক্ষায় অংশ নেননি। রাত সাড়ে ১১টার দিকে আটকের বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। 

তিনি বলেন, লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর লেখার মিল পাওয়া যায়নি। তারা ভাইভা বোর্ডের সামনে স্বীকার করেছেন, তাদের পরিবর্তে অন্য কেউ প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অর্থাৎ প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের পুলিশে দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পেছনে বড় কোনও সিন্ডিকেট জড়িত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তপূর্বক ঘটনার সম্পূর্ণ সত্যতা উদ্ঘাটন করবে মর্মে আশা করা যায়।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৩ হাজার ৭২২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে ২২৬ প্রার্থী উত্তীর্ণ হন। চলতি বছরের গত ২৫ মে জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক ৫৫টি শূন্য পদ পূরণের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল। এতে এইচএসসি ও এসএসসি পাস চাকরি প্রত্যাশীরা আবেদন করেন।  

টিএইচ