গাইবান্ধায় পৃথক অভিযানে আ.লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন ও গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আ.লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার।
শুক্রবার (৭ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে আ.লীগ নেতা এটিএম রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির হাট এলাকার বাসিন্দা। দেড় দশকেরও বেশি সময় ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
অভিযোগ রয়েছে, এটিএম রাশেদুজ্জামান রোকন ক্ষমতার অপব্যবহার করে কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ দখল করেছেন এবং কলেজকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এছাড়া আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিরোধী মতাদর্শের লোকজনকে পুলিশ দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রাশেদুজ্জামান রোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
অপরদিকে, গোবিন্দঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে তালুককানুপুর ইউনিয়ন আ.লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
টিএইচ