গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা শহরের একোস্টেট পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, পৌর শহরের মতিন বিহারীর ছেলে সাইদ হাসান জসিম বিহারী।
তিনি পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আরেকজন গাইবান্ধা শহরের একোস্টেট পাড়ার মৃত মন্টু মিয়া ছেলে মোস্তাক আহমেদ রঞ্জু। তিনি সাবেক গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর রহমান বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গাইবান্ধার দুই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার রয়েছে।
টিএইচ