গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে আগুন লেগে ৪ বাড়িসহ ২৬ দোকান পুড়ে গেছে। শুক্রবার (৭ এপ্রিল) এ অগ্নিকাণ্ডেরে ঘটনা ঘটে। বাড়ির চুলার আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর হাটের নোহা ট্রেডাসের স্বতাধিকারী গোলাম মোস্তফা জানান, সকালে খবর আসে হাটে আগুন লেগেছে। এসে দেখি মূর্হুতেই মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। আমার দুটি গোডাউন ও দুটি মুদির দোকান আগুনে পুড়ে গেছে। ঈদের আগে অপুরণীয় ক্ষতি হয়ে গেল আমার।
আরেক দোকানদার শহিদুল ইসলাম জানান, ঈদের আগে দোকানে অনেক কেনাকাটা করেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেল আমার। একটি গোডাউন ও একটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না।
ব্যবসায়ীদের দাবি, আগুনে লেগে দোকানদাররা পথে বসে গেছে। ঈদের আগে এতবড় ক্ষতি কিছুতেই সইতে পারছেন না তারা। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সরকারসহ স্থানীয় প্রশাসনকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির চুলার আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে চারটি বাড়িসহ ২৬ দোকান পুড়ে গেছে।
টিএইচ