বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় বিএনপির অফিস ভাংচুর মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বিএনপির অফিস ভাংচুর মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় করা মামলায় দুই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে মাসুদ রানাকে রেলগেট ও তানভীর আহমেদকে হাসপাতাল রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আ.লীগ নেতা হলেন গাইবান্ধা জেলা আ.লীগের (বহিষ্কৃত) উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা। তিনি সদর উপজেলার বল্লমঝাড় মাঠেরপাড় এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।

বিষয়টি জানিয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ