শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর কবুল মণ্ডল হত্যা মামলার প্রধান আসামি মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে সকালে গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার মতিয়ার রহমান পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা এলাকার রুহুল আমিনের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা এলাকার মতিয়ার রহমানদের সাথে একই এলাকার কবুল মণ্ডলের দীর্ঘদিন ধরে বাড়ি-ভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। 

এ ঘটনায় গত ৩ অক্টোবর সালিশ বৈঠকে কবুল মণ্ডল দুই শতক জমি পায় মর্মে স্থানীয়রা রায় দেন। এরই জের ধরে গত ৮ অক্টোবর সন্ধ্যায় কবুল মণ্ডল গোবিন্দগঞ্জ উপজেলার হরিতলা বাজার থেকে নিজ বাড়িতে আসছিলেন। 

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে করিয়াটা এলাকায় পৌঁছামাত্র আসামিরা পরিকল্পিতভাবে পথরোধ করে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে কবুল মন্ডলকে রক্তাক্ত কাঁটা জখম করে। চিৎকার শুনে স্বজনরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। 

এতে কবুল মণ্ডল ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহত কবুল মণ্ডলের স্ত্রী ছলেমা বেগম বাদী হয়ে মতিয়ার রহমানকে প্রধান করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় হত্যা মামলা করেন। 

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি তার অপরাধ স্বীকার করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

টিএইচ