বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় হত্যামামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হত্যামামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় চাঞ্চল্যকর পুতুল রানী হত্যামামলার প্রধান পলাতক আসামী রুপেন দাশ (৩৪) ঢাকার কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত রুপেন দাশ সাঘাটা উপজেলার বোনারপারার ১নং গেট রেলকলোনি গ্রামের খোঁকা দাশের পুত্র। 

সোমবার (২২ এপ্রিল) গাইবান্ধা র্যাব-১৩, সিপিসি-৩ এর উপপরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহূত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এবং র্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জের যৌথ অভিযানে গত রোববার সন্ধ্যে সাড়ে ৭টায় শ্রীমতি পুতুল রানী হত্যা মামলার প্রধান পলাতক আসামি রুপেন দাশকে গ্রেপ্তার করা হয়। 

আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাঘাটা থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যা মামলার প্রধান পলাতক আসামি বলে স্বীকার করে। 

টিএইচ