গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ফরিদগঞ্জের ইমাম ও খতিবদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ও রাফায় ইসরাইলি হামলা ও ইসরাইলি পণ্য বর্জনের দাবিতে এ বিক্ষোভ ও সমাবেশ হয়।
ফরিদগঞ্জের ইমাম ও খতিবদের ডাকে ফরিদগঞ্জের হাজার হাজার মুসলিম জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ তুলাতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আনোয়ার হোসেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মো. নজরুল ইসলাম, ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এ এইচ এম আনোয়ার উল্লাহ, মাওলানা আবুল কাশেম, ফরিদগঞ্জ খতিব ফাউন্ডেশনের সভাপতি ও শানে সাহাবা মাওলানা মুফতি নজরুল ইসলাম জিহাদি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী।
এসময় বক্তারা বলেন, গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। বিশ্ব মোড়লরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা।
টিএইচ