গাজীপুরে হামলায় আহত হয়ে মারা যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবুল কাশেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মহানগরীর রাজবাড়ি মাঠে তার জানাজা হয়।
এ সময় আ.লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। জানাজায় মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমির মো. হোসেন আলী আ.লীগ নিষিদ্ধের দাবি জানান।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে আ.লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, নিহত শিক্ষার্থীর ঘটনায় আগের মামলার সঙ্গে নতুন করে এটি হত্যা মামলা সংযুক্ত করা হবে। এ হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জানাজার নামাজে অংশ নেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডা. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসকের প্রতিনিধি গাজীপুর সদর ইউএনও মামুন আল রশিদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রায়হানুল ইসলাম, গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যক্ষ জামাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাড. মেহেদী হাসান এলিস, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি বশির উদ্দিন প্রমুখ।
টিএইচ