গাজীপুরের কোনাবাড়িতে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়ক নিরাপদ ও যানযটমুক্ত রাখার লক্ষ্যে হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের উদ্যোগে নাওজোর হাইওয়ে থানার সামনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়ার সঞ্চালনায় পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) গাজীপুর রিজিয়ন ড. আ.ক.ম.আক্তারুজ্জামান বসুনিয়ার সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস্ উত্তর) ইমতিয়াজ আহম্মেদ (বিপিএম,পিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ উত্তর) মো. শামসুল আলম। সমন্বয় সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ ঈদ উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানযটমুক্ত রাখতে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।
সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, ভেরব কমিটি পুলিশের সাধারণ সম্পাদক মুস্তাফিজ আমিনসহ হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পরিবহন মালিক সমিতির নেতারা।
টিএইচ