বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাজীপুর আয়োজিত জেলা আনসার কমান্ড্যান্ট কার্যালয়ে জেলা আনসার সমাবেশ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
জেলা আনসার কমান্ড্যান্ট ফারুক আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কামরুন নাহার বিভিএম,ভি এ এম এস পিভিএম। তিনি বলেন- আনসার একটি সুসজ্জিত বাহিনী এ বাহিনী গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকেন ফলে অনেক আনসারকে সাইকেল ও মহিলা আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে শেলাই মেশিনসহ অন্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে থাকি যাতে তার কাজে উৎসাহিত থাকে। বেকার যুব মহিলা ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে থাকি তার পরবর্তীতে সমাজসেবা কাজে নিয়োজিত হয়ে যায় এবং সাধারণ মানুষের সাথে কাজ করে।
ইতিপুর্বে গাজীপুরে যেসব আনসার সদস্যরা কাজ করেছেন তাদের ৩০ জনকে সম্মানিত করেছি। আনসার কর্মকর্তা আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আশফাক উদ জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, ২ মহিলা আনসার ব্যাটালিয়ন পরিচালক জাহানারা আক্তার, জেলা সমাজসেবা উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, আঞ্চলিক ব্যবস্থাপক বিডিপি উন্নয়ন ব্যাংক মো. মতিয়ার রহমানসহ নেতারা।
টিএইচ