‘তথ্যই শক্তি, জানবো, দুর্নীতি রুখবো’ এ প্রতিপাদ্যকে ধারন করে রোববার (৮ ডিসেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুরের আয়োজনে ভাওয়ায়ল রাজবাড়ি মাঠে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।
এ তথ্য মেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন। মেলায় জেলা ও উপজেলা পর্যায়ে সেবাদানকারী ৩৩টি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে প্রথম দিন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক নাগরিক বিভিন্ন স্টল থেকে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রয়োজনীয় ধারনা নেন ও কাঙ্ক্ষিত তথ্যসেবা গ্রহণ করেন।
গাজীপুর সনাক সভাপতি অধ্যাপক ফাতেমা জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় সনাকের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, আহবায়ক, তথ্যমেলা উদযাপন কমিটি মো. হাসান আলী
প্রধান অতিথি বলেন, ‘অধিকার আইন সম্পর্কে না জানার কারণে অনেক সময় নাগরিকরা তাদের সেবা ঠিকমত পায় না। তথ্য অধিকার আইন জানা ও জানানো প্রত্যেক সরকারি-বেসরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সব সরকারি-বেসরকারি দপ্তরেক আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে নাগরিকদেরও আরও সচেতন হয়ে তথ্য প্রাপ্তির আবেদন করার প্রতিও গুরুত্ব আরোপ করেন।
মেলায় তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে টিআইবির সনাক, ইয়েস ও একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সেচ্ছাসেবক সদস্যরা। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলনের চিত্রকর্ম পদর্শনীয়সহ পাশাপাশি সন্ধায় দুনীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ দ্বিতীয় দিনে ভূমি, মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হবে।
টিএইচ