বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজীপুরে পাটখাতের উন্নয়নে উদ্বুদ্ধকরণ সভা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পাটখাতের উন্নয়নে উদ্বুদ্ধকরণ সভা

‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসন গাজীপুর ও পাট অফিস অধিদপ্তর আয়োজিত জেলা প্রশাসক ভাওয়াল সম্মেলন কক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

পাটখাতের উন্নয়ন এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম। 

তিনি বলেন, পরিবেশবান্ধব ফসল হিসাবে পাটের খ্যাতি বিশ্বব্যাপি। গাজীপুরের বিভিন্ন হাট বাজারে পাটের ব্যবহার না করে পলিথিন ব্যবহার করা হচ্ছে। তা রোধ করে পরিবেশ রক্ষায় পাটের ব্যবহার বাড়াতে হবে। আর এতে মানুষ সুন্দর জীবন জাপন করতে সহায়ক হবে। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর, গাজীপুর শিমু আক্তার। অন্যদের মধ্যে সহকারী কমিশনার গাজীপুর লাকী দাস, এসি সদর জোন ফাহিম আমজাদসহ নেতারা।

টিএইচ