বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

গাজীপুরে পৃথক ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পৃথক ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের ধীরাশ্রমে এক অটোরিকশা চালকের গলাকাটা ও কাপাসিয়াতে ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুরের পূর্ব ধীরাশ্রমের কোনাপাড়া এলাকা থেকে অটোরিকশা চালকের ও কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে পতিত জমি থেকে অজ্ঞাত এক নারীর  মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, অটোরিকশা চালক হাবিবুর রহমানের বাড়ি জামালপুরে। গাজীপুরের পুবাইলের মেঘডুবি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে হাবিবুর রহমান তার অটোরিকশা নিয়ে পুবাইল এলাকা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পূর্ব ধীরাশ্রম এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

গাজীপুর মেট্রোপলিটনের সদর জয়দেবপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

অপরদিকে গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পাঁচুয়া গ্রামের পতিত জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। আমরা ধারণা করছি সে ভিক্ষুক ছিল। তার চোখে অন্ধত্ব ভাব রয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টিএইচ