গাজীপুরের আইনশৃংখলা নিয়ন্ত্রণ, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে মহানগর বিএনপির নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, সেনাবাহিনীর কর্মকর্তা, গাজীপুরে পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ অন্যরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনিসহ মহানগরীর বিভিন্ন থানার বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
মতবিনিময় বিভিন্ন মন্দিরসহ সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা, চুরি-ডাকাতি বন্ধসহ আইনবিরোধী সব কাজ বন্ধের বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিএনপি নেতাদের পক্ষ থেকে সব বেআইনি তৎপরতা বন্ধে সব রকম সহযোগীতার প্রতিশ্রুতি দেয়া হয়।
এসময় এম মনজুরুল করিম রনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের কথা উদ্ধৃত করে বলেন, গাজীপুরের প্রতিটা মন্দির রক্ষায় মহানগর বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছে। জনগণের জানমাল ও সব সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিএনপি নেতাকর্মীরা প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করবে।
টিএইচ