শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

গাজীপুরে ব্যানার-পোস্টার অপসারণ শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ব্যানার-পোস্টার অপসারণ শুরু

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে শুভেচ্ছা জানিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণ শুরু করছে নির্বাচন কমিশন। নগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়। 

এর আগে, গত ৮ এপ্রিল গণবিজ্ঞপ্তি দিয়ে নিজ উদ্যোগে প্রার্থীদের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট অপসারণ ও দেয়ালে লিখন মুছে ফেলার অনুরোধ জানায় নির্বাচন কমিশন। কিন্তু সময় পার হলেও অপসারণ না করায় মাঠে নেমেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। কিন্তু সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে। সরানোর নির্দেশ দিলেও অনেকে সরিয়েছে আবার অনেকেই সরায়নি।

টিএইচ