বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজীপুরে ভার্মি কম্পোস্ট উৎপাদনে বিনার প্রশিক্ষণ

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে ভার্মি কম্পোস্ট উৎপাদনে বিনার প্রশিক্ষণ

ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি সংক্রান্ত উদ্ভাবনী প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুর। শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশ তুলা গবেষণা কেন্দ্রের গবেষণা প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা সময়।

এ সময় গাজীপুরের বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিনার ভার্মিকম্পোস্ট প্রধান গবেষক আজিজুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর গাজীপুর জেলার উপ-পরিচালক রফিকুল ইসলাম, তুলা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের তুলা উন্নয়ন কর্মকর্তা মিলিয়া বিনতে মোমতাজ।

প্রশিক্ষণ শেষে গাজীপুরের ৫টি উপজেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ভার্মি কম্পোস্ট সার বিতরণ করা হয়।

টিএইচ