রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্থানীয় নিরিবিলি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ।

গাজীপুর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়।

এ সময় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার আমির মাওলানা নরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- অনুষ্ঠানের সভাপতি গাজীপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. মো. মোবারক হোসেন, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সামাউল হক প্রমুখ।

সাংবাদিকদের মাঝে বক্তব্য দেন- গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খাঁন, গাজীপুর সদর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম ফরিদ, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নয়াদিগন্ত পত্রিকার শ্রীপুর উপজেলার প্রতিনিধি আবুল কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিকরা।

টিএইচ