রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে ধান-চাল সংগ্রহ শুরু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরে ধান-চাল সংগ্রহ শুরু

নাটোরের গুরুদাসপুরে অভ্যান্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মে) গুরুদাসপুর খাদ্যগুদামে ফিতা কেটে ওই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি ডাক্তার মো. সিদ্দিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

আয়োজক সূত্র জানায়, এ মৌসুমে গুরুদাসপুরে ৩২ টাকা কেজি দরে ৫৪২ টন ধান এবং ৪৫ টাকা কেজি দরে ২ হাজার ৭৮৬ টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহের লক্ষ্যে ৫৪টি মিল মালিকের সঙ্গে কথা হয়েছে পরে চুক্তিবদ্ধ মালিকের সংখ্যা জানা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরমেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক আসাদুজ্জামান, মিল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ  মিলার নবীর হাজী, সালাম মোল্লা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ইউএনও সালমা আক্তার বলেন, বর্তমান সরকার খাদ্যবান্ধব সরকার। সরকার কৃষক ও মিল মালিকদের মাধ্যমে সংগৃহীত চাল থেকে ভিজিডি, ভিজিএফ, কাবিখা, ওএমএস,  টিসিবির চালসহ অন্যান্য চাল প্রদান করে থাকে। শতভাগ নির্দেশ মেনে ধান ও চাল কিনতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ