শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে প্রশাসনের অভিযান ভেকু ও ট্রাক্টর জব্দ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরে প্রশাসনের অভিযান ভেকু ও ট্রাক্টর জব্দ

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গত ১৭ মার্চ দিবাগত রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ভেকু ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। এসব যানবাহন ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

এছাড়া, মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে আরও একটি ভেকু জব্দ করেছে প্রশাসন। এ অভিযান পরিচালনা করেন, ইউএনও ফাহমিদা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, গুরুদাসপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় প্রশাসনের এমন কার্যক্রমে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।

টিএইচ