নাটোরের গুরুদাসপুরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্রা, শরিষা, পেঁয়াজ, মসুর, মুগডাল ও খেসারির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার পৌরসদরসহ ৬টি ইউনিয়নের ৪হাজার ৬০৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-রাসায়ানিক সার ও অন্য উপকরণ বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় মোট ৪৪৫০ কৃষককে সার ও বীজ সহায়তা প্রদান করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের জন্য ১৫০ জন কৃষকের প্রত্যেকে ২০কেজি ডিএপি, ২০কেজি এমপিও সার বালাইনাশক এবং জমি প্রস্তুতের জন্য প্রতি কৃষককে বিকাশের মাধ্যমে ২হাজার ২শ করে টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার ও অন্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মতিয়র রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের এমপি ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌরমেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতারসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
টিএইচ