পরিবেশ সংরক্ষণ ও বন উন্নয়নের লক্ষ্যে গুরুদাসপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ওষুধি ও বনজাত গাছের চারা বিতরণ করা হয়।
ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, কৃষি অফিসার হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, গুরুদাসপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুদাসপুর সভাপতি ও সমন্বয়ক খালিদ হাসান, এবং উপজেলা ফরেস্ট অফিসার আবুল কাশেম।
অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষার গুরুত্ব ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, যারা সক্রিয়ভাবে এ কর্মসূচিতে অংশ নেন।
টিএইচ