রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরের জনস্বাস্থ্য অধিদপ্তরের নতুন অফিস ভবনের উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরের জনস্বাস্থ্য অধিদপ্তরের নতুন অফিস ভবনের উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) উপজেলার পরিষদ চত্বরের জনস্বাস্থ্য অধিদপ্তরের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন নাটোর ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রামের এমপি ডাক্তার মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। 

উপজেলা নির্বাহী অফিসার  শ্রাবণী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌরমেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মোছা. ছালমা খাতুন, গুরুদাসপুর থানার এসআই মো. মাসুদ রানা প্রমুখ।

চারতলা ফাউন্ডেশনের একতলা ভবন নির্মাণের কাজটি সম্পূর্ণ করেছেন নাটোরের মেসার্স এম এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মোট ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিলো ২২ ফেব্রয়ারি ২০২০।

টিএইচ