আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চাঁচকৈড়ে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। ব্যস্ততম এ বাজারে যান চলাচল স্বাভাবিক রাখতে ৪ জন আনসার সদস্য ও ২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
গুরুদাসপুর ইউএনও ফাহমিদা আফরোজ জানান, ঈদকে কেন্দ্র করে চাঁচকৈড়ে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসেন, ফলে বাজার এলাকায় যানজট ও ভিড় লেগেই থাকে। যানজট নিরসন ও ট্রাফিক আইন কার্যকর রাখতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। গুরুদাসপুরবাসীর সুবিধার্থে আমরা সবসময়ই পাশে থাকব ইনশাআল্লাহ।
এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ক্রেতারা। তারা বলেন, প্রশাসনের এ উদ্যোগ আমাদের কেনাকাটাকে আরও স্বস্তিদায়ক করবে। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাবো আমরা।
এদিকে, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি চালাবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাটোর জেলার বৃহত্তম বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় বাজারে যানজট নিরসনের এ উদ্যোগকে সব মহল সাধুবাদ জানিয়েছে।
টিএইচ