বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে গুরুদয়াল সরকারি কলেজে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাসের কৃষ্ণচূড়া চত্বর জুড়ে উদ্বোধন করা হয়েছে এ পিঠা উৎসব। কলেজ শিক্ষক পরিষদ এ উৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজিয়েছে কলেজের শিক্ষার্থীরা। পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগ থেকে মোট ২৩টি স্টল ও ৩০০ প্রকারের পিঠা নিয়ে অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম মুশতাকুর রহমান। উদ্বোধন শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। পরে পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম মুশতাকুর রহমান বলেন, এ উৎসবে বিলুপ্তি হওয়াসহ নতুন নতুন পিঠা নিয়ে স্টল সাজানো হয়েছে। নতুন প্রজন্মের ছেলে-মেয়েসহ বিভিন্ন বয়সের মানুষ পিঠা খেতে এসেছেন।
আমাদের এই উৎসবে যারা এসেছেন তাদের দাবির প্রেক্ষিতে প্রতিবছরই এমন বর্ণাঢ্য আয়োজন করা হবে। পরে অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
টিএইচ