সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌ-বন্দর পরিদর্শন করেন এনবিআর কাস্টমস নিরীক্ষা বিভাগ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি 

গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌ-বন্দর পরিদর্শন করেন এনবিআর কাস্টমস নিরীক্ষা বিভাগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌ-বন্দর এবং ভারতের মুর্শিদাবাদের মায়া নৌ-বন্দর পর্যন্ত পণ্যবাহী নৌযান চলাচলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক চুক্তি) কাজী মোস্তাফিজুর রহমানের পরিদর্শন করেছে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব কল। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সেখানে পৌঁছলে বিআইডব্লিউটিএর ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় অতিথিদের। এ সময় উপস্থিত ছিলেন প্রথম সচিব (কাস্টমস: আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি), জাতীয় রাজস্ব বোর্ড মোহাম্মদ আসাদ-উজ-জামান, কমিশনার আব্দুর হাকিম, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান, দ্বিতীয় সচিব (কাস্টমস: আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি), জাতীয় রাজস্ব বোর্ড ওমর মবিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ক্রয় ও সংরক্ষণ পরিচালক রফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক (নৌ-নিট্রা ও বৈদেশিক পরিবহন) শর্মিলা খানম, ইউএনও আবুল হায়াত, ৫৩ বিজিবি সহকারী পরিচালক রফিকুল ইসলাম, যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন, সহকারী কমিশনার তানিয়া ইসলাম, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) সোহেল রানা, গোদাগাড়ী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান রিংকু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি আব্দুল আওয়াল, আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েন সোনা মসজিদ সভাপতি কাজী শাহাবুদ্দীন, পোর্ট অব কল অপারেটর বশির আহেমদ ও স্থানীয় আমদানি ও রপ্তানিকারক আবু সাইদ।

জাতীয় রাজস্ব বোর্ড সদস্য কাজী মোস্তাফিজুর রহমানের পরিদর্শন শেষে বলেন, সুলতানঞ্জ একটি সম্ভাবনাময় ও সুবিধাজনক জায়গা। কিন্তু আমাদের কিছু নিয়ম আছে যা এখানে এখনো গড়ে উঠেনি। আমাদের পক্ষ থেকে নদী বন্দর ও সুলতানগঞ্জ পোর্ট অব কলের ব্যাপারে সবদিক বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ