সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। গত রোববার (৭ মে)  রাত ১২ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স.ম আরিফুল হক দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), একই গ্রামের শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) ও ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬) ।

ওসি জাবেদ মাসুদ ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স.ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে মোটরসাইকেলে করে ৩ বন্ধু জামি শেখ,  হাসান সরদার ও তাজিম শেখ গ্রামের বাড়ি ছুটফা ফিরছিলো। 

মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুরে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় খাদে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। 

সেখানে আহত হাসান ও তাজিমের অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) ভোরে তারা মারা যায়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।

টিএইচ