সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দুর্নীতিমুক্ত গোপালগঞ্জ জেলা গড়ার প্রত্যয় নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। শনিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গোপালগঞ্জ জেলাকে দুর্নীতিমুক্ত প্রশাসন, আধুনিক ও ডিজিটাল করে গড়ে তোলার লক্ষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ সামছুল আরেফিনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ