বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোপালগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

গোপালগঞ্জে দায়ের করা একটি মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় দশ বছর পর মঙ্গলবার মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দিলেন আদালত।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীসহ অন্যদেরকে ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় মারধরের একটি মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালত।

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এসব তথ্য নিশ্চিত করেছেন।

টিএইচ