শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post
নিয়োগ পরীক্ষায় বাতিল

গোপালগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি সভাপতির ভাই অনুত্তীর্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটি সভাপতির ভাই অনুত্তীর্ণ

গোপালগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ফুফাতো ভাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় নিয়োগ সিটে স্বাক্ষর না করে মৌখিক ভাবে পরীক্ষা বাতিল করেন সভাপতি। 

নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত পাঁচজনের মধ্যে চারজন নিয়োগ সিটে স্বাক্ষর করলেও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন তনু নিয়োগ সিটে স্বাক্ষর না করে মৌখিকভাবে পরীক্ষা বাতিল করেন। 

এমনটা ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে নিয়োগ পরীক্ষায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সোহানুর শেখসহ স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়টির নৈশপ্রহরী পদের নিয়োগ পরীক্ষা গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন তনু, ডিজির প্রতিনিধি এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখায়েত হোসেন, শিক্ষা সচিবের প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার, অভিভাবক সদস্য শেখ মফিজুর রহমান এবং সদস্য সচিব ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে নিয়ে নিয়োগ কমিটি গঠিত হয়। কমিটি সকল নীতিমালা অনুসরন করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে। লিখিত পরীক্ষায় নৈশপ্রহরী পদে নয়জন প্রার্থী অংশগ্রহণ করে।

গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার বলেন, সকল নীতিমালা অনুসরন করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়। কয়েকজন প্রার্থীর সনদপত্র সঠিক না থাকায় তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি। সভাপতির পছন্দের প্রার্থী নৈশপ্রহরী পদে নিয়োগবঞ্চিত হওয়ায় তিনি চূড়ান্ত নিয়োগ সিটে স্বাক্ষর না করে চলে যান।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন তনু অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম তালুকদার নিয়োগ পরীক্ষায় অনিয়ম করেছেন। 

এক প্রার্থী লিখিত পরীক্ষায় সাড়ে ২৭ নম্বর পাওয়ার পরও তার সনদপত্রে ত্রুটির অভিযোগ এনে তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেননি শিক্ষা অফিসার। শিক্ষা অফিসারের পক্ষপাতিত্বের কারণে মৌখিকভাবে পরীক্ষা বাতিল করে আমি চলে আসি।

টিএইচ