শনিবার, ০১ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
The Daily Post

গোপালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজন বহিষ্কার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গোপালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজন বহিষ্কার

টাঙ্গাইলের বিএনপির দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিন সমর্থককে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল এ খবর জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন - উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুলের ছেলে জনি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি করা, মারামারিসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেও দল থেকে বহিষ্কার করা হলো। তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না।

এতে আরও বলা হয়, বিএনপি ও তার অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

টিএইচ