রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গোবিন্দগঞ্জে আসামি ছিনিতাইয়ের চেষ্টা দুই পুলিশ আহত

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জে আসামি ছিনিতাইয়ের চেষ্টা দুই পুলিশ আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছে সহযোগিরা। এসময় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৫ মে) গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, গোবিন্দগঞ্জ থানার এএসআই মাহবুব ও রুবেল। 

গ্রেপ্তাররা হলেন, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তফা আহমেদ বিপু ও মুহিত মিয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামি শামীম। সকলেই  উপজেলার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা।

ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামীম একটি সেশন ট্রাইব্যুনাল মামলা (নং ৪৩৭/২০২০) ওয়ারেন্টভুক্ত আসামি। 

গত রোববার রাতে দরবস্ত ইউনিয়নের কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার সহযোগিরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় শামীমকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের দুই এএসআই আহত হন। পরে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে  গ্রেপ্তারে সক্ষম হয়। বাকীরা পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলাকারী পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি (তদন্ত) বুলবুল ইসলাম।

টিএইচ