বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোবিন্দগঞ্জে কলা ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জে কলা ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লেবু মিয়া নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যবসায়ী উপজেলার জরিপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। 

গত শনিবার রাতে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর নামক স্থানে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের কবলে পড়ে তিন কলা ব্যবসায়ী। তাদের মধ্যে লেবু মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এ সময় দুর্বৃত্তদের মারপিটে গুরুতর আহত হয় একই গ্রামের দক্ষিণপাড়ার নুরের ছেলে শাহ আলম। 

অপরদিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শহিদুল ইসলামের বাড়িও একই গ্রামে।

স্থানীয়রা জানান, হামলার শিকার ৩ জনই কলা ব্যবসায়ী। রাতে বাড়ি ফেরার পথে তারা সংঘবদ্ধ ৫-৭ জনের একটি দুর্বৃত্ত দলের কবলে পড়ে। এদিকে ওই রাতেই গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ওসি শামছুল আলম শাহ জানান, এ ঘটনায়  থানায় মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ