রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গোবিন্দগঞ্জে জ্বীনের বাদশা প্রতারক চক্রের দুজন গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

গোবিন্দগঞ্জে জ্বীনের বাদশা প্রতারক চক্রের দুজন গ্রেপ্তার

আল্লাহর অলী ও জ্বিনের বাদশা সেজে প্রতারণা করার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বর্ণালংকারসহ প্রতারকচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মোর্শেদুল ইসলাম ও জাহেদুল ইসলাম। তারা প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণলংকার হাতিয়ে নেয়। পুলিশ প্রতারণার মাধ্যমে নেয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে।

শুক্রবার (২৬ মে) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান গোবিন্দগঞ্জ থানা চাত্বরে এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান। ঘটনার শিকার বগুড়ার শাহজাহানপুর উপজেলার কাছাহারপাড়া রুপিয়ারপাড়ার বাসিন্দা আব্দুল জলিল থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানায় ওসি ইজার উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম  উপস্থিত ছিলেন। 

টিএইচ