সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গোসাইরহাটে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ১৭০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। রোববার (১৯ মে) উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে চায়না দুয়ারি জালগুলো জব্দ করা হয়। 

পরে জব্দ করা জালগুলো গোসাইরহাটের পট্টি ব্রিজ সংলগ্ন এলাকায় পুড়িয়ে দেয়া হয়। মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছসহ মাছের পোনা হুমকিতে পড়েছে। 

গত বুধবার গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে উপজেলার মেঘনা নদীর কোদালপুর অংশ থেকে জালালপুর অংশ পর্যন্ত ১৭০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ছয় লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। 

উপজেলা মৎস্য অফিসার হাসিবুল হক বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন চরে অভিযান পরিচালনা করে ১৭০টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। চায়না দুয়ারিসহ কারেন্ট জাল দিয়ে মাছগুলো মেরে ফেলে এক শ্রেণির জেলেরা। দেশীয় মাছের পোনা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ