সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গোসাইরহাটে জেলেদের মধ্যে ছাগল বিতরণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে জেলেদের মধ্যে ছাগল বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাটে ২০২৩-২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২০ জন দরিদ্র জেলের মধ্যে ছাগল ও অন্য উপকরণ বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৫ মে) উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব ছাগল বিতরণ করা হয়। এসময় উপজেলার গোসাইরহাট ইউনিয়ন, নলমুড়ি ইউনিয়ন, কোদালপুর ইউনিয়ন ও আলাওলপুর ইউনিয়নের নিবন্ধিত ২০ জন জেলের মধ্যে জনপ্রতি ২টি করে ছাগল, ১টি খোঁয়ার ঘর ও ১ বস্তা ছাগলের খাবার বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউএনও আহমেদ সাব্বির সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, সামন্তসার ইউপি চেয়ারম্যান আব্দুর রব সরদার, কুচাইপট্টি ইউপি চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপন, কোদালপুর ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমানসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

টিএইচ