বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোসাইরহাটে জয়ন্তী নদীভাঙনে আতঙ্কে এলাকাবাসী

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে জয়ন্তী নদীভাঙনে আতঙ্কে এলাকাবাসী

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদীভাঙনে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী ১৫ থেকে ২০টি পরিবার। নদীভাঙনে ইতোমধ্যে পট্টি গ্রামের বেশকিছু ফসলি জমি ও বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। অন্যত্র চলে গেছে কয়েকটি পরিবার।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি গ্রামের ৫নং ওয়ার্ডের পট্টি ব্রিজের পূর্বপাড় থেকে নুরুল ইসলামের বাড়িসহ আলী মিয়া রারির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীর পাড়ে হঠাৎ করেই ভাঙন শুরু হয়েছে।

এলাকাবাসী জানায়, সরকার নদীভাঙন রোধকল্পে এখানে কোনো স্থানী ব্যবস্থা নেয়নি। গত বছর বর্ষায় নদীভাঙনের সময় বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং করলেও সঠিকভাবে ডাম্পিং করেনি।

নদীভাঙনে ঘরবাড়ি হারানো নুরুল ইসলাম ও নাসির হাওলাদারসহ এলাকাবাসী বলেন, প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনকে বিনীত অনুরোধ করছি যাতে খুব দ্রুত ভাঙন রোধকল্পে স্থায়ী ব্যবস্থা নেয়া হয়। তা না হলে এই বর্ষায় নদীভাঙনে ১৫ থেকে ২০টি পরিবারের ভিটেমাটি নদীতে বিলীন হয়ে যাবে।

নদীভাঙনের কথা শুনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের শরীয়তপুরের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান রকিবুল হাসান জানান, আমরা নদীভাঙনের স্থান পরিদর্শন করেছি। ওখানে আগেও একবার কাজ হয়েছে। এবারও নতুন করে আমরা কাজ শুরু করব; কিন্তু এখন ঈদের জন্য শ্রমিক সমস্যার কারণে কাজটা শুরু করতে পারছি না, ঈদের পরই খুব দ্রুত নতুন করে আবার কাজ শুরু করা হবে।

টিএইচ