সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গোসাইরহাটে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাটে ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা

শরীয়তপুর জেলা প্রশাসকের নির্দেশে গোসাইরহাট উপজেলায় ট্রেড লাইসেন্স না থাকার কারণে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। 

বুধবার (০২ আগস্ট) দিনব্যাপী গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।

এসময় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে বিভিন্ন মামলার মাধ্যমে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের অনুরোধ করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সরকার রাজস্ব হারায়। এটা স্থানীয় সরকারের রাজস্ব খাতকে ক্ষতিগ্রস্ত করে, ফলে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটে। তাই জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে শরীয়তপুরের সকল উপজেলায় এই অভিযান চলমান রয়েছে।

টিএইচ