বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গোয়াইনঘাটের আবারও অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাটের আবারও অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আরও একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওরের দক্ষিণপাড়া এলাকায় স্বাধীনতার যুদ্ধের সময়ের আরও একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার বাউরভাগ হাওরের দক্ষিণপাড়া এলাকার এক ব্যক্তি নদী পারাপারের সময় হঠাৎ নদীর মধ্যখানে লোহার একটি টুকরো তার পায়ে লাগে। পরে নদী থেকে তুলে সেটি পরিষ্কার করে পাড়ে এনে দেখতে পান এটি একটি মর্টার শেল। 

এ সময় স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে নিরাপদে রেখে মর্টার শেলটি পুলিশের হেফাজতে রাখেন। উদ্ধার হওয়া মর্টার শেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান সুমন বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেল থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বর্তমানে একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এরআগেও গত সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের পিয়াইন নদী থেকে বালু উত্তোলনের সময় এক বারকি শ্রমিকের হাতে একটি মর্টার শেল লাগে। সেটি গত মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল টিম নদীর তীরে ধ্বংস করেন। ঘটনার চারদিনের মধ্যে আরও একটি মর্টার শেল পাওয়ায় জনসাধারণদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

টিএইচ