রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

গোয়ালঘর থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

গোয়ালঘর থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা

রাজশাহী জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার দিনগত রাতে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সামাদের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। এটা জানতে পেরে তিনি বাড়ির ভেতরে গোয়ালঘরে (ছাগল রাখার ঘর) লুকিয়ে থাকেন। পরে পুলিশ সেখানে তল্লাশি করতে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আ.লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। তিনি সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ‘ডানহাত’ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এরআগে ২ সেপ্টেম্বর পুঠিয়ায় নিজ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন আ.লীগ নেতা আব্দুস সামাদ। কয়েকদিন জেল খাটার পর জামিনে বেরিয়ে আসেন এ নেতা।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, সামাদ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ