বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

গোয়ালন্দে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

গোয়ালন্দে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে অভিনব কায়দায় জুতার মধ্যে বহন করে পাচারকালে ১ হাজার ৮৬১ ইয়াবাসহ মাদক কারবারি মো. শাহ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার শাহ্ আলম বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি থানার আজু খাইয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে। গত রোববার সন্ধ্যায় গোয়ালন্দ  উপজেলার দৌলতদিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কেএম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার জুতার মধ্যে বহন করে নিয়ে আসা ইয়াবা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে।
  
টিএইচ