রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আত্মসমর্পণের পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন রাজবাড়ী জেলা আদালত।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) জামিন নিতে গিয়ে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, তার বাবা আ. হাই মোল্লা এবং চাচা মান্নান মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে ১ জানুয়ারি বুধবার আত্মসমর্পণ করা বাকি তিন আসামি—গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ফকির আব্দুল কাদের, তার শ্যালক গোলাম মাহবুবুর রাব্বানী এবং যুবলীগ নেতা মো. রবিউল ইসলাম—জামিন না পেয়ে কারাগারে যান।
গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন ছাত্র আহত হন। ঘটনার চার মাস পর ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ৩০০-৪০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।
আত্মসমর্পণকারীরা হলো, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ফকির আব্দুল কাদের, সাবেক ভাইস চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানী, যুবলীগ নেতা মো. রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, আ. হাই মোল্লা ও মান্নান মোল্লা। এছাড়াও ইতোমধ্যে গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল গ্রেফতার হয়েছেন। তবে ইউনুস মোল্লা জামিনে মুক্তি পেয়েছেন।
মামলাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আওয়ামী সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতার ও মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
টিএইচ